অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০১৯ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৮৩৭

দৌলতখান প্রতিনিধি || ভোলার দৌলতখানে বুধবার উপজেলা প্রশাসন ভবন চত্ত¡রে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথের উদ্বোধনে মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজসহ ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহণ করে। কলেজ পর্যায়ে প্রথম স্থান লাভ করে দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজ। মাধ্যমিক পর্যায়ে পথম হয় জয়নগর মাধ্যমিক বিদ্যালয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার বিনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজান আলী শেখ, প্রভাষক আবদুল খালেক, প্রভাষক টি আই এম ইউছুফ, একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার প্রমুখ। এ ছাড়া দর্শনার্থী হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।