অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ৭০ হাজার মিটার অবৈধ জাল আটক করেছে কোস্টগার্ড


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৮৪১

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ অবৈধ পাই জাল ও কারেন্ট জাল আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ ¯øইজঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: আসাদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে গকতাল মঙ্গলবার সকাল ১০ টায় তার নেতৃত্বে কোস্টগার্ডে একটি টিম মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বাসন ভাঙ্গারচর ও ৮নং চর সংলগ্ন মেঘনা থেকে ৩০ হাজার মিটার পাই জাল ও ৪০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল আটক করেন। পরে আটককৃতজাল শশীগঞ্জ ¯øইজঘাট এলাকায় এনে দুপুর ১টায় আগুণে পুুড়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটনসহ কোস্টগার্ড সদস্যরা।