অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে নবনিযুক্ত ইউএনও'র পরিচিতি সভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২০ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

৭৭৫

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে নবাগত (ইউএনও) মোঃ কাওসার হোসেনের যোগদান উপলক্ষে উপজেলার সকল কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংবাদকর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।  

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বকক্ত্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার , উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গী, ভবানীপুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান গোলাম নবী নবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচলানা করেন দৌলতখান মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ডাবলু।

 

এসময় নবাগত ইউএনও উপজেলার প্রভূত উন্নয়ন অগ্রগতি ও আইন শৃঙখলা রক্ষায় দৌলতখানের কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামানা করেন। সাংবাদিকবৃন্দ সরকারের উন্নয়নমূলক সম্ভবনাময়ী সকল কাজে প্রশাসনকে অতীতের ন্যায় সহযোগীতা করার প্রত্যায় ব্যক্ত করেন।