অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে চালঞ্চল্যকর রশিদ হত্যা মামলায় ১৪ আসামীর যাবজ্জীবন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২০ রাত ১১:০৩

remove_red_eye

৬০৪

এ আর সোহেব চৌধুরী ,চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের চালঞ্চল্যকর আঃ রশিদ (৬৫) হত্যা মামলায় ১৮ আসামির মধ্যে ১৪ জনের যাবজ্জীবন ও ৪ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।  রবিবার (১৫নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ নুরুল ইসলাম এই রায় প্রদান করেন। এসময় দন্ড প্রাপ্ত ৩ আসামী পলাতক ছিলেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ২০১৩ সনের ৩০ মে লালমোহন ও চরফ্যাশন সিমানাবর্তী ওসমানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আঃ রশিদকে বাড়ি ফেরার পথে আসামীরা উপর্যুপরী কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. হানিফ চরফ্যাশন থানায় ১৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। র্দীঘ দিন মামলা চলার পর স্বাক্ষ প্রমান গ্রহনের পর বিজ্ঞ বিচারক হত্যা মামলার ১৮ আসামীর মধ্যে ১৪ জন আসামীকে যাবজ্জীবন  রায়  প্রদান করেন। এছাড়া ৪জন কে বেকসুর খালাস দেন। এ  সময় আদালতে ১১জন উপস্থিত ছিল।  
দÐপ্রাপ্ত আসামিরা হলেন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার আলাউদ্দিন(৪৫), শাহাবুদ্দিন(৪৫) ও আঃ জলিল(৪৫), জাহানপুর ইউনিয়নের মো. কাঞ্চন মিস্ত্রী (৫৫), কাঞ্চন পাটওয়ারী (৬০), বাসু ওরফে বসু মাঝি(৪৫), ফজলে করিম(৪৫), ছাদেক মাঝি (৪৫), আঃ রহফ ওরফে হক মুন্সী (৫০) সহদর দুই ভাই মো. সিরাজ হাওলাদার(৪৫) ও সামসুদ্দিন হাওলাদার(৪৭) এবং লালমোহন উপজেলা রমাগঞ্জ ইউনিয়নের আবুল বাশার(৬০) নুরহোসেন(৪৫), নোমান(৩০)। এছাড়া বেকসুর খালাস পেয়েছেন হাজী মো. ইউনুছ পাটওয়ারী (৮৫), ঈমাম হোসেন(৩৫), এছহাক মাঝি(৭০), আবু বকর ওরফে টিটু(৫৫)।আসামীদের মধ্যে আবুল বাশার, নুরহোসেন, নোমান পলাতক রয়েছে।  
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. আমিনুল ইসলাম সরমান বলেন, ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত স্থাপনের পর এই প্রথম রশিদ হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন সাজার রায় দেওয়া হয়।