অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) কে অবমাননা করার প্রতিবাদে তজুমদ্দিনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৬৬৯

তজুমদ্দিন প্রতিনিধি : ফ্রান্সে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) কে অবমাননা করার প্রতিবাদে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করে বর্জনের দাবিতে ভোলার তজুমদ্দিনে সোনাপুর ইউনিয়নের বিচ্ছিন্ন চর শাওনে বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ হাজার  তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন। শনিবার বিকাল সকাল ১১টায় ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ প্রতিবাদ মিছিল নিয়ে চর শাওনের চেয়ারম্যান বাজারে প্রতিবাদ সমাবেশ করেন। চর শাওন তৌহিদী জনতার আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, মাওঃ মোঃ নাঈম, মাওঃ মোঃ আব্দুল মন্নান, মাওঃ মোঃ আব্বাস, মাওঃ মোঃ সাহেদ, মাওঃ মোঃ হান্নান, মাওঃ মোঃ মাকসুদ, স্থানীয় সুলতান মাঝি, আজিজ স্বর্ণকার, ইলিয়াছ মিয়া, জাকির হোসেন, মিজান ডাক্তার।