অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে পুজা উপলক্ষে দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০১৯ রাত ০৮:৫২

remove_red_eye

১০৭৩

বোরহানউদ্দিন প্রতিনিধি ।। ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন চাণক্য সেবা সংঘের উদ্যোগে আলী আজম মুকুল এমপি’র অর্থায়নে দুই শত দু:স্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা কেন্দ্রীয় মন্দিরে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু:স্থদের হাতে শাড়ি, লুঙ্গি, ধুতি ও পাঞ্জাবী তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানে চাণক্য সেবা সংঘের সভাপতি প্রভাষক প্রেমাংশু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি মো. রফিকুল ইসলাম ছাড়াও বক্তৃতা করেন, হিন্দু- বৈদ্য-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল চন্দ্র দাস, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক রাখাল চন্দ্র মিস্ত্রী, সাধারণ সম্পাদক ভাস্কর চন্দ্র মজুমদার, পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ চন্দ্র দে হারু, কেন্দ্রিয় মন্দিরের সভাপতি বিরাজ চন্দ্র দে, ভাওয়াল বাড়ি মন্দিরের সভাপতি সত্য প্রসাদ দাস,সম্পাদক নন্দ দুলাল, সাংবাদিক নীল রতন দে প্রমুখ। ওই সময় পৌর শহর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।