অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২০ রাত ০১:৩২

remove_red_eye

৫৮৫

চরফ্যাশন প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস সচেতনতায় প্রচারণা ও লিফলেট বিতরণ করেছে চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সৌজন্যে কোভিড-১৯ মহামারী করোনা পরিস্থিতিতে করণীয়  প্রসঙ্গে প্রচারণায় অংশগ্রহণ করেণ উপজেলা জলবায়ু ফোরামের সদস্য সাংবাদিক সোহেব চৌধুরী। 

উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক  এর নেতৃত্বে উপজেলার প্রত্যেক ইউনিয়নে মহামারি করোনা ভাইরাস সচেতনতায় এ প্রচার ও প্রচারণাসহ লিপলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপজেলা জলবায়ু ফোরাম। 

বৃহস্পতিবার (৫নভেম্বর) বিকেলে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে এ লিফলেট বিতরণ ও প্রচারণা কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,সিএফটিএম প্রকল্পের একাউন্টস অফিসার মো.ইব্রাহিম ও চরফ্যাশন প্রেসক্লাব সদস্য সাংবাদিক  লোকমান হোসেন প্রমুখ।