অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু আটক 


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২০ রাত ০১:১২

remove_red_eye

৬৩২

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে এক জলদস্যুকে আটক করেন। আটককৃতের বিরুদ্ধে পুলিশ বাদী তজুমদ্দিন থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেন। 

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় দিকে উপজেলার ভূইয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত ভবন সংলগ্ন সুপারি বাগানে ডাকাতের একটি দল মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নেয় এমন গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার এসআই পবিত্র ও মোঃ শামীম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পচিালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মেঘনার দূধর্ষ ডাতার ফোরকা বাহিনীর সক্রিয় সদস্য বেলালকে (৩২) আটক করলেও অন্য জলদস্যুরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দা, জিআই পাইপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক জলদস্যু বেলালের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের করেন মামলা নং ০২, তাং ০৬/১১/২০ ইং।