অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে শিক্ষায় অবদানের জন্য মুজিব এ্যাওয়ার্ড পেলেন মাওঃ হারুন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২০ রাত ১০:৪৬

remove_red_eye

৭৬৪


তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মুজিব শতবর্ষে মুজিব আওয়ার্ড ২০২০ পেয়েছেন চাপড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান হারুন। গতকাল ঢাকার সেগুন বাগিচার সেগুন চাইনিজ রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন  সংবর্ধনা এ্যাওয়ার্ড প্রধান করেন। ফাউন্ডেশনের  সভাপতি অজিত হালদারের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী দিদার বখত। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক রেজাউল হক, নর্থ সাউথ ইউনিভার্সিটি ভাইস সেন্সেলর ড. তারাপদ ভৌমিক, সুপ্রিম কোর্ট আইনজীবী মফিজউদ্দিন প্রমুখ।  
মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন জানান, দেশের স্বনামধন্য ব্যক্তিত্ব কবি সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, লেখক, গবেষক, চিকিৎসক, সমাজসেবক, আইনজীবী, ব্যবসায়ীকে তাদের কাজের অনুপ্রেরণা যোগাতে সম্মাননা এ্যাওয়ার্ড প্রদান করে আসছেন।