অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বজ্রপাত থেকে রক্ষা পেতে তালবীজ রোপন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২০ রাত ০৯:৪১

remove_red_eye

৬৫৭

এ আর সোহেব চৌধুরী, চরফ্যাশন : দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি- এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে এবং পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে তালবীজ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নে শহিদ মাহমুদউল্লাহ কন্টাক্টর সড়কে ৪০০’শ পিচ তালের বীজ রোপণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এর নির্দেশনায় ও নুরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনের সহায়তায় ‘তালবীজ রোপন’ এর এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নুরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দীন মাস্টার, হাফেজ বজলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের ভূমিকা অপরিসিম। এছাড়াও মাটির ক্ষয় রোধে  তালগাছের জুড়ি নেই। বর্তমানে তাল গাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।