অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযান দলের উপর জেলেদের হামলায় এক পুলিশ আহত : গুলি বর্ষণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২০ রাত ১০:৪৫

remove_red_eye

৬৬৮


মোঃ জসিম জনি, লালমোহন : ভোলার লালমোহন মা ইলিশ রক্ষা অভিযানের দুটি টিমের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় জেলেদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়। হামলার ঘটনায় এক রাউন্ড গুলি বর্ষণ করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে লালমোহন মেঘনা নদীর বাতিরখাল ও তেঁতুলিয়া নদীর দেবিরচর এলাকায় মা ইলিশ রক্ষার পৃথক অভিযানকালে এ হামলার ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র জানান, বুধবার সকাল ১০টার দিকে মা ইলিশ রক্ষার জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুটি অভিযান টিম নামে। মেঘনার অভিযান দলের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র ও সঙ্গীয় পুলিশ ফোর্স এবং তেঁতুলিয়া নদীতে অভিযান দলের নেতৃত্বে ছিলেন ম্যাজিষ্ট্রেট সালেহ আহমেদ ও সঙ্গীয় পুলিশ ফোর্স। মেঘনা নদীর বাতিরখাল ঘাট সংলগ্ন কোপখালী কাঠির মাথা এলাকায় নদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরাকালে জেলেদের বাধা দেওয়ায় সংঘবদ্ধ জেলেদের একটি দল লাঠিসোঠা ও ইটপাটকেল নিয়ে অভিযান দলের উপর হামলা করে। হামলাকারীরা ইটপাটকেল মারতে থাকলে পুলিশের কনস্টেবল ফাহাদ হোসেন মারাত্মক আহত হয়। তাকে জরুরী ভিত্তিতে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় মাছ ধরা দুটি ট্রলার ও ৬ জেলেকে আটক করা হয়েছে। হামলার ঘটনায় মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আসামী রেখে মামলা দায়ের করেন।
অপরদিকে তেঁতুলিয়া নদীতে অভিযানকালে বেলা সাড়ে ১১টার দিকে দেবীরচর এলাকায় ম্যাজিষ্ট্রেট সালেহ আহমেদের নেতৃত্বাধিন অভিযান দলের উপর হামলা চালায় জেলেরা। এসময় ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ এক রাউন্ড গুলি বর্ষণ করে। পরে অভিযান চালিয়ে হামলাকারীদের ৫ জনকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমান আদালতে ২ জনের ১ বছর করে কারাদন্ড ও ৩ জনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।