অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা পলিটেকনিক শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে মানববন্ধন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২০ রাত ১০:৩৯

remove_red_eye

৭২৯



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও র‌্যালি করেছে ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার ১১ টার দিকে পলিটেকনিক ক্যাম্পাসের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই সময় সাধারণ শিক্ষাথীরা অষ্টম পর্বের মৌখিক পরীক্ষা নিয়ে দ্রæত ফলাফল প্রকাশ, ডিসেম্বরের আগে ক্লাশ চালু,  সেশন জট দূরীকরণে সময় কমিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স শেষ করা, ইন্সটিটিউটে জনবল সংকট দূর করা, সর্বশেষ কারিগরি অধিদপ্তরের সিদ্ধান্ত অবিলম্ভে বাস্তবায়ন, ল্যাব উন্নয়ন ও আবাসিক সমস্যার সমাধান করা, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের সংক্ষিত আকারে দ্রæত পরীক্ষা নেয়া, পলিটেকনিকের সার্বিক মান-উন্নয়নের ব্যবস্থা করার পক্ষে শ্লোগান দেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট শাখার ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান বাপ্পা, সাধারণ সম্পাদক ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক খান আওলাদ, শিক্ষার্থী অনিক হাসান শাওন প্রমুখ।