অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে গাঁজা বিক্রির প্রতিবাদ করায় ২ যুবককে পিটিয়ে আহত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২০ রাত ১০:৪৯

remove_red_eye

৫০৪



চরফ্যাসন প্রতিনিধি : গাঁজা বিক্রি করতে নিষেধ করায় দুই যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ রয়েছে। চরফ্যাসন উপজেলার  আবুবকরপুর ইউনিয়নের কালা নামের এক ব্যক্তিকে গাঁজা  বিক্রিতে বাঁধা  দেয়ায় একই এলাকার আলাউদ্দিন  ও শাহাবুদ্দিন  নামের যুবক কে পিঠিয়ে  আহত করে বলে ভুক্তভোগী অভিযোগ করেন। আবুবকরপুর ইউনিয়নে মঙ্গলবার (২৭অক্টোবর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আহতদের চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি  করা  হয়েছে। দুলার হাট থানায় আহত ওই দুই যুবকের পিতা বাদী হয়ে হামলাকারি কালা সহ ৫ জন কে আসামী করে একটি অভিযোগ  দায়ের করেছেন।
আহত আলাউদ্দীন জানান, তারা ২ ভাই প্রতিদিনের মতো মুখারবান্দা গ্রেজে মেকানিক্যাল কাজের উদ্দেশ্যে  রওয়ানা দেয়। এসময় বক্তার বাড়ীর দরজার মসজিদের সামনে আসলে হঠাৎ করে তাদের  গতিরোধ  করে কালা তার ছেলে মিজাব ও স্ত্রী হিরি বেগম।  
কিছু বুঝে উঠার আগেই  আলাউদ্দিন কে মাথায় ও শরীরে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর ও রক্তাক্ত জখম করে। এ সময় তার ভাই শাহাবুদ্দিন  তাকে বাচাতে এগিয়ে এলে তাকে ও মারধর রক্তা ফোলা জখম করা হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার  করে  চরফ্যাসন হাসপাতালে  ভর্তি করে।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন  জানান, অভিযোগের আলোকে তদন্ত প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।