অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার চর কুকরী-মুকরীতে সাব-স্টেশন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২০ রাত ১০:৩৮

remove_red_eye

৪৮৪


 হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার চরফ্যশন উপজেলার বিচ্ছিন্ন চর কুকরী-মুকরীতে পল্লী বিদ্যুতের সাব-স্টেশন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কুকরী-মুকরী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। সাব-স্টেশনটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৯০ লাখ টাকা।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আকন, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার আজাদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যশন পৌর মেয়র বাদল কৃষœ দেবনাথ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাশেম মহাজন প্রমূখ উপস্থিথ ছিলেন।
পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার আজাদ জানান, এই সাব-স্টেশন থেকে চলতি বছরের মধ্যেই বিদ্যূৎ বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। এ জন্য ৪ কিলোমিটার সাবমেরিন ক্যাবলের লাইন স্থাপন করা হবে। কুকরী-মুকরীর প্রত্যেক ঘরে ঘরে বিদ্যূৎ পৌঁছে দিতে লাইন প্রয়োজন হবে ১২০ কিলোমিটার। আর পুরো প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা।