অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


দৈনিক সকাল বেলা পত্রিকার সম্পাদক এনামুল হকের মৃত্যুতে বাংলার কণ্ঠ পরিবারের শোক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২০ রাত ০৯:০৭

remove_red_eye

১১৮২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : দৈনিক সকাল বেলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বংলাদেশ সংবাদপত্র পরিষদ (বিএফপি) এর সাধারণ সস্পাদক এনামুল হক (৭৫) গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছু দিন ধরে তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী পল্লবী কলেজের অধ্যক্ষ এবং এক মেয়ে দুবাই এর একটি চাটার্ড ব্যাংকে অপর মেয়ে ঢাকায় একটি ব্যাংকের কর্মরত আছেন। এনামুল হক বাংলাদেশ বেতারের সাথেও যুক্ত ছিলেন। সদালাপি সদা হাস্যোজ্জ্বল সাদা মনের এই নিরহংকার পরোপকারী মানুষটির চলে যাওয়ায় দৈনিক বাংলার কণ্ঠের প্রকাশক ও সম্পাদক এম হাবিবুর রহমান এবং বাংলার কণ্ঠ পরিবারের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।