অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে : তোফায়েল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৯ রাত ১১:২৫

remove_red_eye

৫৫৪

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা আজকে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে রূপান্তরিত করেছি । প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারত সফরে গিয়ে আজকে সেই কথাই বলেছেন। শনিবার সন্ধ্যার পর ভোলা শহরের পৌরবাপ্তা শক্তিসংঘ পূজামন্ডপ পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত সমাবেশে তোফায়েল আহমেদ এসব কথা বলেছেন।
এ সময় তোফায়েল আহমেদ অতীতের কথা স্মরণ করে বলেন, ভোলার হিন্দু সম্প্রদায়ের উপর কোন অত্যাচার হতে আমি দেই নাই। কিন্তু ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় এসে হিন্দু সম্প্রদায়ের উপর অনেক অত্যাচার নির্যাতন করেছিল। আবার ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে কী অমানবিক অত্যাচার নির্যাতন করেছে। লালমোহনের লর্ডহার্ডিঞ্জে আমার মেয়ের মত মেয়ে নিজের সতিত্ব রক্ষা করার জন্য পানির মধ্যে গিয়ে লুকিয়েছিল। কিন্তু সেখান থেকে তুলে এনে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছিল। আবার মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনকেও হত্যা করেছে বিএনপি। আমরা ক্ষমতায় এসে তা হতে দেইনি। বাংলাদেশ আজ শান্তি ও সম্পৃতির দেশ। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। গ্রাম আজ শহরে পরিণত হচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
মাদক ও সন্ত্রাস প্রসঙ্গে সতর্ক হওয়ার আহবান জানিয়ে তোফায়েল আহমেদ আরও বলেন, হিন্দু মুসলমান আর নেতাকর্মী যেই হন অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রধনমন্ত্রীর নির্দেশে ক্যাসিনো বলেন, মদ বলেন, জুয়া বলেন এগুলো সব বন্ধ করা হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ আরও বলেন, আমার অনুরোধ কেউ কোন অন্যায় করবেন না। অন্যায়কে প্রশ্রয় দিবেন না। অন্যায় করলে সে কিন্তু ক্ষমা পাবেন না।
এ সময় ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আর ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, পৌর কাউন্সিলর মঞ্জুর আলম, মোহাম্মদ শাহে আলম, সালাউদ্দিন লিংকন প্রমূখ।