অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বঙ্গবন্ধু খেলাধুলার প্রতি উৎসাহিত ছিলেন:এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২০ সন্ধ্যা ০৭:৫৯

remove_red_eye

৫৯০


ওমর রায়হান অন্তর, লালমোহন : ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু খেলাধুলার প্রতি উৎসাহিত ছিলেন। ক্রীড়াপ্রেমি বলেই সব খেলার প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্বলতা ছিল। ফুটবলের প্রতি জাতির জনকের দুর্বলতা একটু বেশি ছিলো। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খেলাধুলার উন্নয়নে রাখছেন বিশেষ অবদান। শুক্রবার উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইল ম্যাচে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে এবং মেধা বিকশিত হয়। শুধু তাই নয়, খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকলে সকল অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকে। তাই খেলাধুলার বিকল্প নেই।
লালমোহন পৌরসভা ও ধলীগৌরনগর ইউনিয়নের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচ ১-১ গোলে অমিমাংসিত হয়। পরে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পৌরসভা জয়ী হলে ফাইনালে ওঠে। আগামী রবিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।