অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালন করছে: শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:০১

remove_red_eye

৬৮৭

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আজ কারো মধ্যে কোন বিভেদ হানাহানি নেই। বঙ্গবন্ধু যে অসম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তা আজ বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার ঐকান্তিক
প্রচেষ্টায় সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। রবিবার সন্ধ্যার পর তজুমদ্দিন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কালে এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষ যে যার যার মত করে ধর্মীয় উৎসব পালন করছে। এসময় প্রতিবছরের মতো পূজা উৎযাপনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থসহযোগিতা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ফরিদ, চাচড়া ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান প্রমুখ।