অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে তোফায়েল আহমেদের জন্মদিনে এমপি শাওনের উদ্দ্যোগে দোয়া মোনাজাত


জসিম জনি

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২০ রাত ১০:০৯

remove_red_eye

৫৫৯

 

জসিম জনি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল বাণিজ্য মন্ত্রী জননেতা ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের ৭৮ তম জন্মদিনে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষ থেকে দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


২২ অক্টোবর এশার নামাজের পর দানবীর প্রয়াত হাজী নুরুল ইসলাম চৌধুরী কমপ্লেক্সে মসজিদে এ দোয়া মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন সাবেক সফল বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করেন। পরে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা সাবেক সফল বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের জন্য বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, তথ্য ও গভেষণা সম্পাদক শাহিন জুয়েল, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তজা সজীব প্রমূখ।