অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার বোরহানউদ্দিনে সনাতন ধর্মালম্বীদের মাঝে নতুন বন্ত্র বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২০ রাত ০৯:২৩

remove_red_eye

৫২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : শারদীয় দূর্গাৎসব উপলক্ষে জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ সনাতন ধর্মালম্বীদের মাঝে নতুন বন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ৫নং ওয়ার্ডে চাণক্য সেবা সংগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয়  (ভোলা-২) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় উপজেলার ২’শ দু:স্থ ও অসহায় নারীর মাঝে নতুন শাড়ী তুলে দেওয়া হয়।
চাণক্য সেবা সংঘের উপদেষ্টা রাখাল চন্দ্র মিস্ত্রীর সভাপতিত্বে এখানে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল কুমার দাস, সম্পাদক ইন্দ্রজিৎ দে, চাণক্য সেবা সংঘের সভাপতি প্রেমাংসু দাস, সম্পাদক ভাস্কর দাস প্রমূখ। এছাড়া বিকেলে উপজেলার ২০টি মন্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করবেন এমপি মুকুল।