অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে গণমাধ্যমকর্মীদের সাথে এমপি শাওনের মধ্যাহ্নভোজ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২০ রাত ১১:০০

remove_red_eye

৫৬৯


লালমোহন প্রতিনিধি : বাংলাদেশের মূল ভ‚খন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার গণমাধ্যমকর্মীদের সাথে আন্তরিক প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন পানিস¤পদ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও লালমোহন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
লালমোহন প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য, দৈনিক সমকালের লালমোহন প্রতিনিধি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমোহন উপজেলা শাখার সভাপতি ও নবমোহনা খেলাঘর আসরের পরিচালক সাংবাদিক আনোয়ার রাব্বী সিকদারের সৌজন্যে আজ ২০ অক্টোবর ২০২০ দুপুরে হাজী জুলফিকার মিয়া মার্কেটে অবস্থিত ভোলা ফুড গার্ডেনে লালমোহনের গণমাধ্যমকর্মীরা একসাথে মধ্যাহ্ন ভোজন করেছে ।
নান্দনিক এই আয়োজনে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন প্রেসক্লাবের অভিভাবক ও আজীবন সদস্য এবং লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, লালমোহন তজুমদ্দিনের গণমানুষের নেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। এসময় উপস্থিত ছিলেন- তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কালমা ইউপির চেয়ারম্যান মোঃ আকতার হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি ও আন্তর্জাতিক অনলাইন দৈনিক ইউরো সমাচারের বরিশাল ব্যুরো চিফ কবি রিপন শান, লালমোহন প্রেসক্লাবের সাধারণ স¤পাদক এশিয়ান টিভি ও যুগান্তর প্রতিনিধি মোঃ জসিম জনি, সিনিয়র সহ-সভাপতি এসবি মিলন, সহ-সভাপতি প্রভাষক মোঃ জসিম উদ্দিন, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রেসক্লাব সহ-সভাপতি মাহমুদ হাসান লিটন, লালমোহন প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক আমজাদ হোসেন, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও লালমোহন প্রেসক্লাবের নির্বাহী সদস্য জহিরুল হক সেলিম, লালমোহন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা স¤পাদক শাহীন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়েজ উল্লাহ মৃধা, লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ স¤পাদক জাহিদুল ইসলাম দুলাল, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ ফ্যাশন, লালমোহন সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাব সদস্য এনামুল হক রিঙ্কু, লালমোহন প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক মাহবুব আলম, সহস¤পাদক মোঃ রুহুল আমিন, অর্থ স¤পাদক মোঃ মাকসুদ উল্লাহ, লালমোহন প্রেসক্লাব সদস্য ও দৈনিক ইউরো সমাচার নিজস্ব প্রতিনিধি মোঃ নুরুল আমিন, লালমোহন প্রেসক্লাবের ক্রীড়া স¤পাদক আরশাদ মামুন, আনন্দ টিভির ভোলা জেলা প্রতিনিধি এম এ হান্নান, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক স¤পাদক ইউসুফ আহমেদ, লালমোহন প্রেসক্লাব সদস্য মোঃ ফরিদ উদ্দিন, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব সদস্য শাহীন আলম মাকসুদ, দৈনিক নয়াদিগন্ত লালমোহন প্রতিনিধি এম আর পারভেজ, লালমোহন মিডিয়া ক্লাবের যুগ্ম স¤পাদক শঙ্কর মজুমদার, প্রচার স¤পাদক জসিম মাতাব্বর, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শাহীন কুতুব, সাধারণ স¤পাদক সালাম সেন্টু, চ্যানেল এস ও দৈনিক মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু সহ ভোলার লালমোহনের সিংহভাগ সংবাদকর্মী। এ আয়োজনটি লালমোহনের গণমাধ্যমকর্মীদের একটি মিলনমেলায় পরিণত হয়েছে ।