অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাপ্তা স্পোটিং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২০ রাত ১০:৪২

remove_red_eye

৯৪২


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অনুর্ধ ১৫ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাপ্তা স্পোটিং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে ফুটবল খেলোয়ার বেনু পাল কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে ১-০ গোলের ব্যবধানে আবহাওয়া অফিস রোড বার্সোলোনা কে হারিয়ে বাপ্তা  স্পোটিং রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি ছিলেন, ভোলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সফিকুল ইসলাম, মো: ফয়সাল, জেলা ক্রীড়া সংস্থার  সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, ভোলা পৌর সভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর আলম, ভোলা উত্তর দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক রাইসুল আলম, জেলা ক্রীড়া সংস্থারর অতিরিক্ত সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী,যুগ্ন  সম্পাদক রাজিব চৌধুরী প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।