অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বাংলাবাজারে কৃষক সহায়তা কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২০ রাত ১০:৪০

remove_red_eye

৫৯৫


হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকায় আজ কৃষক সহায়তা কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল আনুষ্ঠানিকভাবে এর ভিত্তি প্রস্তর করেন। গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৩ তলা বিশিষ্ট কৃষক সহায়তা নির্মাণ কাজের জন্য ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা।
এসময় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক হরলাল মধু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সাবিনা ইয়াসমিন জানান, উপজেলা প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় এই কৃষক সহায়তা কেন্দ্রটি নির্মিত হচ্ছে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের কৃষি সেবা নিশ্চিত করতেই সরকার এই উদ্যেগ নিয়েছে। এখানে মাঠ পর্যায়ের কৃষি অফিসারদের বসার ব্যবস্থা থাকবে। যাতে সহজেই কৃষকরা তাদের সমস্যার কথা বলতে পারে। চলতি অর্থবছরের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।