অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনে ভাইস চেয়ারম্যান মাসুমার মনোনয়ন অবৈধ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২০ রাত ১০:০৮

remove_red_eye

৬১৬



 শিখাকে ভাইস চেয়ারম্যান ঘোষণা




লালমোহন  প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানমকে অবৈধ ঘোষণা করেছে আদালত। একইসাথে শিখা আফরোজকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। রবিবার ভোলার নির্বাচন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন বিচারক মুহাম্মদ জাকারীয়্যা। এর আগে শিখা আফরোজ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ তথ্য আদালতের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেন।

মামলার অভিযোগে মুড়ির সাথে ভোটের ব্যবধান, এজেন্ট বের করে দিয়ে জাল ভোট প্রদান ও এমপিভুক্ত স্কুলে চাকরী করে বেতন উত্তোলন করেন মাসুমা বেগম এসব সংযুক্ত করে দেন শিখা আফরোজ। ২০১৯ সালের মার্চ মাসে লালমোহনে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর প্রায় ২০ মাস পরে রবিবার ভোলার নির্বাচন ট্রাইব্যনাল আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে বিচারক বলেন, ভাইস চেয়ারম্যান একটি লাভজনক পদ এবং এমপিওভুক্ত স্কুলে শিক্ষকতাও একটি লাভজনক পদ। আইন অনুযায়ী একই ব্যক্তি দুটি লাভজনক পদে সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে না। এ কারণে মাসুমা বেগমের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয় এবং মামলার বাদী শিখা আফরোজকে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। এ রায়ের বিরুদ্ধে মাসুমা বেগম উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।