অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে ২ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:১০

remove_red_eye

৬০৮

 

দৌলতখানে সংবাদদাতা : ভোলার দৌলতখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দু’ ব্যবসা প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২ টায় ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান পুলিশের উপস্থিতে পৌর শহরে অভিযান চালান। এসময়, দৌলতখান পৌর শহরের উত্তর মাথায় নুরু হোটেলকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৪ হাজার ও মধ্যে বাজারে একটি পাইকারি সবজির আড়তে মূল্য তালিকা না থাকায় ৩৯ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।