অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে হোটেলের গ্যাস সিলিন্ডারে আগুন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২০ রাত ০৯:১৮

remove_red_eye

৪৫৯




লালমোহন প্রতিনিধি : লালমোহন সদর রোডে অবস্থিত মুসলিম হোটেলে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময়  ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, লালমোহন সদর রোডে অবস্থিত কয়েকটি হোটেল মালিক জনসাধারণের হাটার রাস্তা বন্ধ করে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আসছে। তাদের অব্যবস্থাপনার কারণে এ ঘটনা ঘটে।  পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে ব্যবসায়ীরা বলেন, সদর রোডটি পরিস্কার পরিচ্ছন্ন রাখা পৌর কর্তৃপক্ষের দায়িত্ব।