অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে দু’গ্রুপের সংঘর্ষে আহত-৫


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২০ রাত ০৮:৫৫

remove_red_eye

৬৪৭



চরফ্যাশন প্রতিনিধি :  ভোলা চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজান পুর গ্রামে শুক্রবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে  ইসমাইল মোল্লা ও  খলিল মিয়া গ্রæপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মোঃ  ইসমাইল মোল্লা, মোছাঃ জাহানারা বেগম, নুর নাহার,  শারমিন ও ফারজানা ।
 
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ইসমাইল মোল্লা ও তার স্ত্রী জাহানারা বেগম চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ইসমাইল মোল্লার মেয়ে নুর নাহার অভিযোগ করেন  খলিল মিয়া আমাদের কিছু জমি জবরদখল করে আছে এবং আমাদের বাড়ি দখল করে আমাদের উৎখাতের চেষ্টা করছে । ওই জমি নিয়ে বিরোধের জের ধরে খলিল মিয়ার পক্ষে স্থানীয়  আলমগীরের নেতৃত্বে  খারালো দা দিয়ে কুপিয়ে আমার পিতা মাতাকে জখম করে ও বাড়ি ঘর ভাংচুর করে লুটপাট করেছে। এ আগেও খলিল মিয়া
আমাদের বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটনায়।  ওই ঘটনায় চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ৩২০/২০ মামলা দেওয়া হয়েছে। মামলাটি চরফ্যাশন থানা পুলিশের তদন্তাধীন আছে।
 
এ প্রসঙ্গে খলিল মিয়া জানান, আমি মসজিদের জমিতে ঘর বাড়ি করে বসবাস করছি। ওই জমির দখল না ছাড়ার জন্য ইসমাইল মোল্লার গ্রæপ আমার দুই মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে।
 
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখনো দুই পক্ষের কোনো পক্ষই  লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।