অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় পেঁয়াজের ৩ আড়ৎ সিলগালা , ৮০ বস্তা জব্দ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৯ রাত ১০:১৭

remove_red_eye

১০১৯

 

ইসতিয়াক আহমেদ : ভোলায় পেঁয়াজ বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তিন প্রতিষ্ঠানকে জরিমানা, তিনটি আড়ৎ সীলগালা ও ৮০ বস্তা পেয়াঁজ জব্দ করা হয়। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন অভিযানটি পরিচালনা করেন।
গত কয়েক দিন ধরে ভোলার পাইকারী বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি করা হয়। এই অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে ভোলার কাচাঁ বাজার, খালপাড় রোড় ও মনিহারি পট্টিতে অভিযান চালান ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার হোসেন । এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে চকবাজারের মেসার্স রানা ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, ভাই ভাই ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানাকরা হয়। এবং পেঁয়াজ মজুদ করার অপরাধে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আলম ট্রেডার্স, মেসার্স প্রগতি বিতান ও আবুল ট্রেডাস নামে তিনটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।
মো: কাওসার হোসেন বাংলার কণ্ঠকে জানান, পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে তিনটি আড়ৎকে জরিমানা ও তিনটি আড়ৎ সীলগালা করা হয়। এ আভিযান ভবিষ্যতে ও চলমান থাবে বলে তিনি জানান।