অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


নিজে আদর্শবান হয়ে দেশকে আদর্শ রাষ্ট্রে পরিণত করতে হবে : ভোলায় মুফতি ফয়জুল করিম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৯ রাত ১১:৫১

remove_red_eye

১১৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নিজেদের চরিত্র বিক্রি করে দিয়ে দেশকে এক নম্বরে নেয়া যায়না। নিজে আদর্শবান হয়ে দেশকে আদর্শ রাষ্ট্রে পরিণত করতে হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতে দেশকে আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চায়। এ জন্য সকল শান্তিকামি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে শান্তিতে রাখার জন্য চেষ্ট করতে হবে।

সোমবার বিকেলে ভোলা সরকারি স্কুল মাঠে ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ভিসিকে গ্রেফতারের দাবি জানিয়ে মুফতি ফয়জুল করিম বলেন, রাবির ভিসি বাংলাদেশে বসে হিন্দুস্তান জিন্দাবাদ ¯েøাগান দিবে এর পরও তার পদে অধিষ্ঠ থাকবে, গ্রেফতার হবে না। সেটি মানা যায় না। আজকে বাংলাদেশের সকল টাকা বিদেশে পাচার হচ্ছে। বাংলাদেশের জনগনের জান মালের কোনো নিরাপত্তা নাই। তিন বছর থেকে শুরু করে ৮০ বছরের মহিলাদের ইজ্জত ও আভ্রæ নিয়ে বাঁচার অধিকার নাই। আজকে মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে না, আর আপনারা গদি চালাবেন এরকম গদিতে আপনাদেরকে আমরা দেখতে চাই না। ইসলামী আন্দোলন ভোলা জেলা( উত্তরের ) সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান , তথ্য ও গবেষনা সম্পাদক মুহাম্মদ জিএম রুহুল আমিন।
এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ভোলা সহ সভাপতি মাও: মিজানুর রহমান, মাও: তাজউদ্দিন ফারুকি, সাধারন সম্পাদক মাও: আতাউর রহমান, ইসলামী আন্দোলন ভোলা সদর উপজেলা সভাপতি মুফতি আবুল হাসান কাশেমি, জেলা যুগ্ম সম্পাদক মাও:তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুল মমিন, হাফেজ মাও: মোসলেহউদ্দিন প্রমূখ।