অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৯ রাত ১১:৫২

remove_red_eye

৭৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’-এ স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা প্রশাসন ও শিশু একাডেমী ভোলায় সাত দিন ব্যাপী(৭-১৪অক্টোবর) বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন করছে। গতকাল সোমবার শোভাযাত্রা, শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহের উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
জেলা প্রশাসক বলেন, শিশুদের সঙ্গে প্রতাড়না করা যাবে না। তাদের মনের বিকাশ করতে হবে। শিশুদের গুনগুলোকে ধারণ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শিশু একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক মশিউর রহমান।
সঞ্চালক বলেন, ১০ অক্টোবর ভোলা শহরের শহীদ জিয়া আদর্শ গালর্স স্কুল এন্ড কলেজে ‘আমার কথা শোনো’ শিরোনামে ইন্টারনেট ও বাল্যবিবাহ নিরোধ, পুলিশ আমার বন্ধু, বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে জানো ও কিশোর-কিশোরী ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্ন্তজাতিক কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে কন্যাশিশু সমাবেশ, সঙ্গীত প্রতিযোগীতা, আলোচনা ও প্রতিষ্ঠিত মহিলা উদ্যোক্তার গল্প বলা অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর পথশিশু ও শ্রমজীবীশিশু, অটিষ্টিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, সুবিধাবঞ্চিত ও প্রারম্ভিক শৈশব বিষয়ক আলোচনা, শিশুদের নিয়ে ছবি আঁকা ও বালিশ খেলা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ১৪ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ হবে।
সোমবার ১০টায় জেলা প্রশাসনের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু সমাবেশ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক(ডিডিএলজি) মাহমুদুর রহমান, সরকারি ফজিলাতুননেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তার হোসেন প্রমূখ।