অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে ৪ ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২০ রাত ০৯:৩৬

remove_red_eye

৪১৭

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনে ভোক্তা অধিকার ও র‌্যাবের যৌথ অভিযানে চার ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে অভিযান চালিয়ে স‚র্য মেডিকেল হলকে পাঁচ হাজার, তারিন মেডিকেল হলকে দশ হাজার, শান্তি মেডিকেল হলকে দশ হাজার ও রাফি মেডিকেল হলকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এসব জরিমানা করেন। মেয়াদের লেভেল বিহীন কাটা ট্যাবলেট, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য পাওয়ায় এসব ফার্মেসিকে জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।

এছাড়াও অভিযান পরিচালনাকালে নিত্য পণ্যের বাজার, বেকারী, কসমেটিকস দোকান ইত্যাদি পরিদর্শন করা হয়। বিক্রেতাদের পণ্যের বিক্রয়ম‚ল্য সম্বলিত মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ করতে বলা হয় এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি না করার নির্দেশনা দেওয়া হয়।
এসময় ভোলা র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।