অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন নিউজ টুয়ান্টিফোর ডট কমের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২০ রাত ১০:০৯

remove_red_eye

৮০৭


লালমোহন প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে অনলাইন সংবাদ মাধ্যম লালমোহননিউজ২৪.কম এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার লালমোহন প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ¦ শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মাকুসুদুর রহমান মুরাদ।
লালমোহননিউজ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, শুরু থেকেই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে লালমোহন নিউজ। সেকারণে ছয় বছরের মধ্যেই অনলাইনটি সর্বমহলের পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ অনলাইন গণমানুষের কথা বলার মাধ্যম হয়ে নিরপেক্ষ ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাবে।
এদিকে সফলতার ছয় বছর উপলক্ষ্যে সকাল থেকে লালমোহন প্রেসক্লাবে অনুষ্ঠানে উপস্থিত হয়ে লালমোহন নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সহসভাপতি ও লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি কবি রিপন শান, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব আলম, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন, দপ্তর সম্পাদক মাওঃ আজিম উদ্দিন, প্রকাশনা সম্পাদক সাব্বির আলম বাবু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহিন আলম মাকুসদ, সাংবাদিক ফোরামের সভাপতি এনামূল হক রিংক, সাংবাদিক মিজানুর রহমান লিপু, মিজানুর রহমান, মাকসুদ উল্যাহ, শাহিন কুতুব, প্রভাষক মোঃ জসিম উদ্দিন, তপতী সরকার প্রমূখ।