অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে একটি ব্রিজের অভাবে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২০ রাত ০৯:৩৯

remove_red_eye

৭০২



আবদুল আজিজ,বোরহানউদ্দিন : আমরা একটি ব্রিজ চাই। প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে সাঁকো পার হয়ে আমাদের স্কুলে যেতে হয়। আমরা কয়েকবার পা পিছলে  খালে পড়ে গিয়ে হাত ও পাঁ ভেঙ্গেছি। সবাই শুধু অমাদেরকে আশা দেয় এবারই ব্রিজ হয়ে যাবে। এ ভাবে আশা দিয়ে প্রায় ৬ বছর পার করে দিয়েছে। আমরা অজো পাড়া গায়ের স্কুলে পড়ি বলে আমাদের কথা কেঊ শুনেনা। রাস্তা ঘাট সবই হয় শুধু আমাদের ব্রিজটা হয় না। এমন আবেগঘন কথাগুলো সংবাদকর্মীদের বলছিলেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলার  কাচিয়া ইউনিয়নের ৭৬/১৩৭ নং দক্ষিন পূর্ব ফুল কাচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


সরেজমিনে গিয়ে দেখা যায়, কাচিয়া ইউপির দক্ষিন পূর্ব ফুলকাচিয়া এলাকার মধ্যেদিয়ে বহমান ফুলকাচিয়া টু কুঞ্জেরহাট সড়কটি দিয়ে প্রতিদিন ১ টি সরকারী প্রথমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শত শত কোমলমতি ছাত্র-ছাত্রীরা যাতায়াত করে। বর্তমানে যাতায়াতের প্রধান বাঁধা হচ্ছে, একটি বিশাল আকারের বাঁশের সাঁকো। যেখানে প্রায় প্রতিদিনই সাাঁকো থেকে পড়ে কোননা কোন দূর্ঘটনা ঘটেই যাচ্ছে। ওই সড়ক দিয়ে যাতায়াতকারী কয়েকজন প্রবীন পথচারী জানান, এ সড়কটি দিয়ে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ১টি সরকারী ক্লিনিকে প্রতিদিন রোগী নিয়ে যেতে হয়। এখানে একটি ব্রিজ হলে এলাকার শত শত ছাত্র-ছাত্রীর পাশাপাশি হাজার হাজার এলাকাবাসী উপকৃত হবে।