অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে গাঁজাসহ ব্যবসায়ী আটক


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২০ রাত ০৯:৩০

remove_red_eye

৬৮৮




আকতারুল ইসলাম আকাশ : চারশো গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি । রবিবার বিকেল সাড়ে চারটার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুতবা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী ওই ওয়ার্ডের মৃত শাহাজাহান হাওলাদারের ছেলে মো. গোলাম মোস্তফা হাওলাদার ওরফে শওকত বলে জানায় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডিবি শহিদুল ইসলাম জানান, আটকের সময় তার কাছ থেকে নকিয়া (মডেল-১০১৭) একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন বলেও জানান।