অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের চেষ্টা : গ্রেফতার-১


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২০ রাত ১০:০৮

remove_red_eye

৮৯০



চরফ্যাসন  প্রতিনিধি : বাক প্রতিবন্ধী কিশোরী (১৩) কে ধর্ষণের অভিযোগে রতন (৫৮) নামের এক ব্যক্তিকে আসামি  করে ভুক্তভোগীর মা বাদী হয়ে ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার (২অক্টোবর) সন্ধ্যায় দুলারহাট থানাপুলিশ ঘোষেরহাট লঞ্চঘাট এলাকা থেকে রতনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।


জানাগেছে গত বৃহ¯পতিবার বিকাল ৩টায় নুরাবাদ ইউনিয়নে আবু তাহের পাটোয়ারীর বাড়ীতে রতনের ভাড়া বাসায় এঘনা ঘটে। রতন উপজেলা দুলারহাটের নীলকমল ইউনিয়ন ৭নং ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে।


ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর মা জানান, আমার বাকপ্রতিবন্ধী মেয়েটি বিকেলে তার নানা বাড়ি যাওয়ার সময় এলাকার অভিযুক্ত ও পুর্ব পরিচিত রতন আমার মেয়েকে ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় ঘটনাটি স্থানীয় প্রতিবেশীরা জানতে পেরে আমার মেয়েকে উদ্ধার করে এবং রতনকে আটক করেন। আটককারীদের হাত থেকে অভিযুক্ত রতন পালিয়ে যান। পরে বিষয়টি আমরা জানতে পেরে বিকেলে দুলারহাট থানায় এজহার জমা দিলে পুলিশ মামলা রুজু করেন।নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রত্যক্ষদর্শী বাসিন্দা মো.হারুন জানান, প্রতিবন্ধী মেয়েটিকে রতন কর্তৃক ধর্ষন চেষ্টার খবর পেয়ে ঘটনা স্থল রতনের ভাড়াটিয়া বাসায় গিয়ে ওই প্রতিবন্ধীকে বিবস্্র অবস্থায় আমরা উদ্ধার করি এবং রতনকে আটক করলেও সে পালিয়ে যায়। দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, এঘটনায় বিকেলে ভুক্তভোগী প্রতিবন্ধীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় আসামী রতনকে গ্রেফতার করা হয়েছে।