অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহন ফরাজগঞ্জে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দিতায় ৪ প্রার্থী


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা অক্টোবর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৪৫২




লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত নৌকার প্রার্থীর সাথে ৪ প্রার্থী প্রতিদ্বন্দিতার জন্য মাঠে রয়ে গেছেন। ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেও শনিবার প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৫ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেন। এছাড়া ৫জন সাধারণ সদস্য প্রার্থীও মনোনয়ন ফরম প্রত্যাহার করেন। এর ফলে ৫ চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন সংরিক্ষত ওয়ার্ডের মহিলা মেম্বার প্রার্থী ও ৪৪ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন এ ইউনিয়নে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন মুরাদের সাথে প্রতিদ্ব›িদ্বতার জন্য মাঠে আছেন ফরহাদ হোসেন নাঈম, মোঃ ফয়েজুল্যাহ ফয়েজ, মোঃ কামাল হোসেন রিপন ও ইসলামি আন্দোলনের তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ছাড়া অন্যরা আওয়ামী লীগ সমর্থীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আছেন। তবে উপজেলা আওয়ামী লীগ থেকে তাদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিএনপি মনোনিত কোন প্রার্থী নেই এ ইউনিয়নে।


মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আবুল বাশার সেলিম, আবুল বাশার, রেহেমের রহমান বুলবুল, মোঃ আলমগীর ও মোঃ আব্দুস শহিদ। এছাড়া ইউপি সদস্যদের মধ্যে মনোনয়ন ফরম প্রত্যাহার করেছেন ১নং ওয়ার্ডের মোঃ সামছুদ্দিন, ৬নং ওয়ার্ডের মোঃ অলিউল্যাহ, মোঃ ছিদ্দিক, ৭নং ওয়ার্ডের আমজাদ হোসেন মামুন ও আল ইসলাম।
আগামীকাল ৪ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এ ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে আগামী ২০ অক্টোবর।  ফরাজগঞ্জ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৯৫২ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১০ হাজার ১২৫ জন। নারী ভোটার ৯ হাজার ৮২৭ জন। ভোট কেন্দ্র ১০টি।