অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ১৩৮ শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২০ রাত ০৮:৫৩

remove_red_eye

৬৭৯



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন  উপজেলার বোহানউদ্দিন কামিল মাদ্রাসার পাবলিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১ শত ৩৮ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তির ৩ লাখ ৫৫ হাজার ৫৯০ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ওই মাদ্রাসা মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০১৬ থেকে ২০১৮ সালের বৃত্তির ওই টাকা বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে বক্তৃতা করেন, মাদ্রাসার উপাধ্যক্ষ এ,এইচ,এম অলিউল্যাহ, পরিচালনা পর্ষদের সদস্য মো. আবুল কাশেম, মুহাদ্দিস মো. ফয়জুল আলম, আরবী প্রভাষক  মো. মাকছুদুর রহমান প্রমুখ।


বিতরণের আগে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি’র বড় বোন ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলামের বড় খালা চেহারা খাতুনের মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন। মাদ্রাসার মুহাদ্দিস মাও.  মো. আবদুল ওয়াদুদ।