অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় বিআরডিবি’র নির্বাচনে চেয়ারম্যান পদে আবদুস সালাম বিজয়ী


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২০ রাত ০১:১৩

remove_red_eye

৮০৯

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় বিআরডিবি নির্বাচনে সভাপতি যা স্থানীয় ভাষায় চেয়ারম্যান ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুর ১২ টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিআরডিবি এর ৭৪ টি সমিতির ৭৪ জন ভোটার ভোট দেন। ভোট গ্রহণ শেষে দুপুর সাড়ে ৩ টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা বোরহানউদ্দিন সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

এতে চেয়ার মার্কা নিয়ে ৪৯ ভোট পেয়ে সভাপতি পদে যা স্থানীয় ভাষায় বলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবদুস সালাম। নিকটতম প্রতিদ্বন্দি গোলাপ ফুল মার্কা নিয়ে রফিকূল ইসলাম পেয়েছেন ২৪ ভোট। এছাড়াও মাছ মার্কা নিয়ে সহ-সভাপতি পদে ৪৯ ভোটে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন লিটন ফরাজী। নিকটতম প্রতিদ্বন্দি আবদুল খালেক কাঞ্চন পেয়েছেন ২৪৩ ভোট।