অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৯ রাত ১২:০৩

remove_red_eye

৮০৮

ইসতিয়াক আহমেদ : ভোলায় ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসনের তত্ত্ববধানে জেলা শহরের খালপাড়ে ১১’শ কেজি পেঁয়াজ জনপ্রতি ২ কেজি করে বিক্রি করা হয়। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: কাওসার হোসেন এর উপস্থিতিতে সাধারণ ক্রেতারা লাইন দিয়ে এসময় পেঁয়াজ ক্রয় করেন।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: কাওসার হোসেন জানান, নকিবুজ্জামান নামের একজন ব্যবসায়ী অবৈধভাবে কালো বাজারীর উদ্দেশ্যে সাড়ে ৩ হাজার কেজি পেঁয়াজ মজুদ করে রেখেছিল। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই পেঁয়াজ জব্দ করা হয়। যার মধ্যে ১১’শ কেজি পেঁয়াজ সাধারণ ক্রেতাদের মাঝে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বিক্রির অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন, ৪০ টাকায় প্রশাসনের উদ্যোগে পেঁয়াজ বিক্রিতে বাজারে পেঁয়াজের দাম অনেক কমে গেছে। আগামীকাল (আজ মঙ্গলবার) একই সময়ে নির্ধারিত স্থানে অবশিষ্ট পেঁয়াজ বিক্রি করা হবে।