অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ভূতুমচরে মহিষ রক্ষায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৭

remove_red_eye

৮২৫



আমজাদ হোসেন, কুকরি থেকে : ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ভূতুমচরের মহিষ রক্ষায় বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। সোমবার বেসরকারি এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভুতুমচরে মহিষের কিল্লায় বজ্রনিরোধক এ যন্ত্র স্থাপন করে। এ যন্ত্র মহিষের কিল্লার প্রায় ৩০০ মিটার এলাকা পর্যন্ত কার্যকর থাকবে। জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে এ দেশে বিগত কয়েক বছরে বজ্রপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে যেখানে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষকরা।

স্থানীয়রা জানান, ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নে তেঁতুলিয়া নদীর তীরবর্তী মহিষ পালন উপযোগী বিশাল ভূতুমচর যেখানে প্রায় হাজার খানেক মহিষ রয়েছে। আর এ হাজার খানেক মহিষ মালিক রাখালরা বর্ষা মৌসুম আসলেই বজ্রপাতের আতংকে থাকেন। মহিষ রক্ষায় ভুতুমচর কিল্লায় বজ্র নিরোধক স্থাপন করায় মহিষ মালিক আফসার, মিসির পন্ডিত, হাজি আঃঅদুদ গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ  কর্মকর্তা আতিকুর রহমান জানিয়েছেন জলবায়ু পরিবর্তনে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বজ্রনিরোধক উদ্যোগ সময়পযোগী এতে মহিষের পাশাপাশি মানুষের জানমালের রক্ষা হবে।