অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাসনে দাম বেশী রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৪৯

remove_red_eye

৬৪৮

চরফ্যাসন প্রতিনিধি :ভোলার চরফ্যাসন উপজেলায় নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌরশহরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন। এসময় সোনালী রোডে বিভিন্ন ব্রান্ডের সিগারেট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় মোঃ আলমগীর হোসেনকে ২হাজার টাকা ও তামাকজাত নিয়ন্ত্রণ ২০০৫ আইনে বাসস্টান্ডে মোঃ রফিককে ১হাজার টাকা এবং জনতা রোডে ভোক্তা অধিকার ও ঔষধ সংরক্ষণ আইনে ঔষধ ব্যাবসায়ী বিকাশ চন্দ্রকে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নির্বাহী অফিসার রুহুল আমিন চরফ্যাসন পৌরশহরে পিয়াজ ও মশলা দ্রব্য আমদানিকারক ভাইভাই স্টোর ও মাহাবুব স্টোরসহ খুচরা বাজার পরিদর্শণ করে ব্যাবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানানোর জন্য সতর্ক করেন।