অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে প্রধানমন্ত্রীর জন্মদিনে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৯

remove_red_eye

৫১১



এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮সেপ্টেম্বর) বেলা ১২টায় চরফ্যাশন ব্রজগোপাল টাউনহলে এ খাবার বিতরণ ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মহাজন, সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ,প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন,পৌর আওয়ামীলীগ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলে৷ এসময় জননেত্রী শেখ হাসিনার জীবনি নিয়ে আলোচনা করা হয়।