অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনের প্রবীণ ব্যবসায়ী আকতারুজ্জামান শনি’র ইন্তেকাল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫৫

remove_red_eye

৮৯০



এইচ আর সুমন :  ভোলার লালমোহন উপজেলার বিশিষ্ট প্রবীণ  ব্যবসায়ী ঐতিহ্যবাহী শনি বাড়ীর আকতারুজ্জামান শনি আর আমাদের মাঝে নেই। লালমোহন উপজেলার ৩নং ধলীগৌরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভেদুরিয়া গ্রামে তার নিজ বাসভবনে ২৬ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ৩টা ৩০মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন । (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে,৬ মেয়ে ,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা তার নিজ বাসভবন শনি বাড়িতে বেলা ১১টা ৩০ মিনিটে সময়ে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুম আকতারুজ্জামান শনির মৃত্যুতে তার পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।