অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার ইলিশায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৫২

remove_red_eye

৭৫০

 

আকতারুল ইসলাম আকাশ : ভোলার ইলিশায় পূর্বের বিরোধকে কেন্দ্র করে পুকুরে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এতে অসহায় কৃষকের প্রায় এক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সূত্রে জানা যায়, জমিজমা বিরোধকে কেন্দ্র করে মোঃ আব্দুল মতিনের সাথে প্রতিবেশী আবু তাহেরের বেশকিছু দিন ধরে বিরোধী চলছে। কিছু মাস আগেও আবু তাহের মতিন মিয়ার উপর হামলাও চালিয়েছে। পরে তা স্থানীয় ভাবে সমাধান করা হয়। এর জের ধরেই আবু তাহের মতিনের পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ করেন মতিন।

আব্দুল মতিন জানান, পূর্বের বিরোধকে কেন্দ্র করে আবু তাহের আমার এই সর্বনাশ করেছে। আমি সামসুদ্দিন মেম্বার থেকে লগ্নি রেখে এই পুকুরে মাছ চাষ করছি আজ বেশকিছু বছর ধরে। আবু তাহেরের সাথে আমার বিরোধ রয়েছে। যার জন্য সে আমার পুকুরে বিষ দিয়ে আমার মাছ মেরেছে। আমি এর সঠিক বিচার চাই।

আবু তাহের বলেন, আমার সাথে তার বিরোধ রয়েছে তা ঠিক। কিন্তু তার জন্য কি আমি পুকুরে বিষ দিয়ে মাছ মারবো? এসব মিথ্যা এবং বানোয়াট। আমাকে বিপদে পালানোর জন্য সে আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।

স্থানীয় মেম্বার মোঃ রহমান হাওলাদার জানান, বিষয়টা আমি শুনেছি। তবে কে বা কারা বিষ দিয়েছে তা স্পষ্ট নয়।