অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


নৌকার প্রার্থীকে জয়ী করতে সবাইকে কাজ করতে হবে: লালমোহনে এমপি শাওন


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:৫৪

remove_red_eye

৫৭৮



ওমর রায়হান অন্তর, লালমোহন : ভোলা-৩ আসনের এমপি আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন করেছে মাননীয় প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ড। কাজেই নৌকা প্রতীক যিনিই পেয়েছেন তার পক্ষেই সকল নেতা-কর্মীদের ভোট করতে হবে। নৌকার প্রার্থীকে জয়ী করতে হবে। আওয়ামী লীগ করে কেউ স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না। অন্য দলের প্রার্থী থাকলে তার সাথে আমরা মোকাবেলা করবো। বৃহস্পতিবার রাতে এমপি শাওনের বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এছাড়া শুক্রবার বিকেলে লালমোহন ফরাজী বাজার হোসনে আরা বেগম মাধ্যমিক বিদ্যালয় মাঠে মোহাদ্দেস পঞ্চায়েত স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন এমপি শাওন। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন। লালমোহনে নেতা-কর্মীদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করবেন তিনি। এক সপ্তাহ ব্যাপী লালমোহন ও তজুমদ্দিনে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তিনি আরো বলেন, ফরাজগঞ্জ ইউপি নির্বাচনে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। ইউপি সদস্য পদে যারা নির্বাচন করছেন তারা আওয়ামী লীগের কর্মী। যারা বিগত দিনে এলাকার মানুষের জন্য কাজ করেছেন জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েত প্রমূখ উপস্থিত ছিলেন।