অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় সাবেক চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:০২

remove_red_eye

৬৫২




মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন চেীধুরীর ১ম মৃত্যু বার্ষিকীতে উপলক্ষ্যে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। গত বছরের ২৪ সেপ্টেম্বর কানাডায় রাস্তা পার হওয়ার সময় সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করে। পরে কানাডায় জানাযা শেষে দাফন করা হয়।

বৃহস্পতিবার জোহরবাদ উপজেলার কাউয়ারটেক গ্রামের বাড়িতে রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করে মরহুমের বড় ছেলে যুবদল সভাপতি জোবায়ের হাসান চৌধুরী রাজিব।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন রামনেওয়াজ বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাও. রফিকুল ইসলাম।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুমের ছোট ভাই শাহরিয়ারি চৌধুরী দীপক, মনপুরা আ’লীগের সহসভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল লতিফ ভূইয়া, উপজেলা বিএনপির সম্পাদক অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়া, বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, দফতর সম্পাদক মোঃ ছালাউদ্দিন, জামাতারে সেক্রেটারী মাও. আমিমুল ইসলাম জসিম, স্বেচ্ছাসেবকদল সম্পাদক মোঃ আবদুর রহমান সহ প্রমুখ।