লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৫৫
৫৩৩
মোঃ জসিম জনি/ওমর রায়হান অন্তর, লালমোহন থেকে : ভোলার লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ ফরহাদ হোসেন মুরাদসহ ১০ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এর মধ্যে ইসলামি আন্দোলন এর ১জন প্রার্থী থাকলেও বিএনপি মনোনিত কোন প্রার্থী নেই। সংরক্ষিত ৩ ওয়ার্ড ও সাধারণ ৯ ওয়ার্ডে মোট ৬৩ জন সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোঃ ফরহাদ হোসেন মুরাদ, মোঃ আব্দুস শহিদ, ফরহাদ হোসেন নাইম, মোঃ আলমগীর হোসেন, আবুল বশার সেলিম, রেহেমের রহমান বুলবুল, মোঃ ফয়েজুল্লাহ, মোঃ আবুল বাশার, মোঃ কামাল হোসেন ও ইসলামী আন্দোলনের তোফায়েল আহমেদ।
লালমোহন ফরাজগঞ্জ ইউনিয়নে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৩ জন সম্ভাব্য প্রার্থী চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ফরহাদ হোসেন মুরাদই নৌকা প্রতীক পায়। ফরাজগঞ্জ ইউনিয়নে গত ইউপি নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও সেসময়ও ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। তাদের মধ্য থেকে আবুল বশার সেলিম মৃধা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন। এর আগে বিএনপির আমলেও তিনি বিএনপি থেকে ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। সব মিলিয়ে তিনি একটানা ৪ বারে ২৩ বছর ফরাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এবারো তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী জানান, ১০ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে ১৪ জন ও সাধারণ ওয়ার্ডে ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে ৩ অক্টোবর প্রত্যাহার ও ৪ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ফরাজগঞ্জ ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৯৫২ জন। এর মধ্যে পূরুষ ভোটার ১০ হাজার ১২৫ জন। নারী ভোটার ৯ হাজার ৮২৭ জন। ভোট কেন্দ্র ১০টি।
ইউপি সদস্য পদে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সংরক্ষিত-১ ওয়ার্ডে তহমিনা বেগম, নারগিছ বেগম, রুমা বেগম ও রানু বেগম। সংরক্ষিত-২ ওয়ার্ডে বিবি আমেনা, রোকেয়া বেগম, ফারজানা ইয়াছমিন, রহিমা বেগম ও নাজমা বেগম। সংরক্ষিত-৩ ওয়ার্ডে চেহের ভানু, নাজমা বেগম, নুর জাহান বেগম, নিলুফা বেগম ও বিবি কুলছুম।
সাধারণ ১নং ওয়ার্ডে মোঃ সামছুদ্দিন মিয়া, মোশারেফ হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হোসেন। ২নং ওয়ার্ডে হুমায়ুন কবীর, মোঃ সবুজ, নুরুল আলম, মোঃ মাসুদ। ৩নং ওয়ার্ডে মোঃ ইকবাল হোসেন বাবুল, আনোয়ার জাহিদ, মোঃ হানিফ, মোঃ মহসিন হাওলাদার, মোহাম্মদ নুর হোসেন। ৪নং ওয়ার্ডে বজলুর রহমান, মোঃ মাহাবুব আলম, হুমায়ুন কবীর, মোঃ মনিরুল ইসলাম, মোঃ অলিউল্যাহ। ৫নং ওয়ার্ডে নোমান, হানিফ, মামুনুর রশিদ, মোঃ মহিউদ্দিন, মোঃ ছালাউদ্দিন শামীম। ৬নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হেলাল উদ্দিন, মোঃ সামছুল আলম, নুরনবী, মোহাম্মদ অলিউল্যাহ, মোঃ সিদ্দিক, শামছুল হক, মোঃ শাকিল। ৭নং ওয়ার্ডে মোঃ আমজাদ হোসেন, মোঃ ইয়াছিন, মোঃ মহসীন, মোঃ ছালাহ উদ্দীন, আল ইসলাম, মোঃ শাহাবুদ্দিন ভুট্টু। ৮নং ওয়ার্ডে মোঃ নাসিম, মোঃ নাসিম-২, মোঃ মোস্তফা কামাল, মোঃ রহমান, মোঃ বাবুল, মোঃ নুরুল হক কাজি। ৯নং ওয়ার্ডে মোঃ ইব্রাহিম সিরাজ, মোঃ ইদ্রিছ, মোঃ কাউসার হোসেন, রহিমা বিবি, রফিকুল ইসলাম ও আমজাদ হোসেন।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত