অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনায় আহরিত ইলিশ জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে: এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৯ রাত ০৯:৫৪

remove_red_eye

৭০৭

 

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ভোলার মেঘনায় আহরিত ইলিশ ভোলার চাহিদা মিটিয়ে জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। ভোলার ইলিশ আমরা বিদেশে রপ্তানী করেও বৈদেশিক মুদ্রা আয় করি। তাই সেই ইলিশ সংরক্ষনে আগামী ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত সকলকে মেনে নিতে হবে। কারণ এসময় মা ইলিশ নদীতে ডিম ছাড়বে। যাতে আগামী দিনগুলোতে নদীতে ইলিশের সংকট দেখা না দেয়। সেজন্য মা ইলিশকে নির্বিঘেœ ডিম ছাড়ার সুযোগ দিতে হবে। গতকাল বিকাল ৪ ঘটিকায় তজুমদ্দিনের ¯øুইজ ঘাট এলাকায় উপজেলা মৎস্য আড়ৎতার সমিতির সভাপতি মোঃ হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, এই ২২ দিন মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের পূর্ণবাসনের ব্যবস্থা করছে সরকার। এই খাদ্যে কর্মসূচির আওতায় ১০ হাজার ৭ জন জেলে ২০ কেজি করে চাল পাবে। আ’লীগ সরকার যখনেই ক্ষমতায় আসে জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করে। আমরা ক্ষমতায় আসার পর মেঘনায় জলদস্যু মুক্ত করেছি। নদীর তীরে জেলেদের বাড়ি ঘর রক্ষা করার জন্য ৬ কিলোমিটার এলাকায় বøক স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন প্রমুখ।