অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় আবারও ৪ গ্রাম প্লাবিত


মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৯

remove_red_eye

৭৬০


সী-ট্রাক ও লঞ্চ  যোগাযোগ বন্ধ



মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় বৈরী আবহাওয়া, উজানের নেমে আসা ঢল ও অমবস্যার প্রভাবে সোমবার মেঘনার পানি বিপদসীমার  ৬৪ সেন্টিমিটার উপর প্রবাহিত হয়ে ফের চার গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে ৩ হাজার মানুষ।

এদিকে বৈরী আবহাওয়ার কারনে ৩ নম্বর সর্তক সংকেত থাকায় মনপুরা- তজুমুদ্দিন রুটে চলাচলকারী যাত্রীবাহি সীট্রাক ও ঢাকা-মনপুরা-হাতিয়া রুটে চলাচলকারী যাত্রিবাহি লঞ্চ তাফসির ও ফারহান বন্ধ রয়েছে। এতে ভোলা জেলা ও ঢাকার সাথে মনপুরার নৌ-যোগাযোগ বন্ধ থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপের দেড় লাখ বাসন্দিারা।

এছাড়াও বৈরী আবহাওয়ার কারনে সমুদ্র উত্তাল থাকায় দলবেঁধে মৎস্য ঘাটে ফিরছে বড় বড় ইলিশ ধরার ফিসিং ট্রলার।

সরেজমিরে ঘুরে দেখা গেছে, সোমবার মেঘনা উত্তাল থাকায় মূল ভূ-খন্ডের হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন ও চরজ্ঞান এলাকায় প্লাবিত হয়েছে। প্লাবিত হওয়ায় মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। এছাড়াও বন্ধ রয়েছে সীট্রাক ও ঢাকাগামী লঞ্চ। এছাড়াও প্রতিটি মৎস্য ঘাটে গিয়ে দেখা গেছে সমুদ্র থেকে ফিরছে মাছ ধরার ট্রলার। এছাড়াও বিচ্ছিন্ন চরনিজাম ও কলাতলীচরে ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বিআইডবিøউটিএ’র ভোলা পরিদর্শক মোঃ নাসিম জানান, বৈরী আবহাওয়ার কারনে মনপুরা থেকে ঢাকাগামী লঞ্চ ও সীট্রাক বন্ধ রয়েছে।

এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, বৈরী আবহাওয়ার কারনে মেঘনা উত্তাল থাকায় সোমবার মেঘনার পানি বেড়ে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে।