অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


লালমোহনে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:২২

remove_red_eye

৬১৮



লালমোহন  প্রতিনিধি ।।ভোলার লালমোহনে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. আলাউদ্দিন (৪৫) কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাকসুদুর রহমান মুরাদ ও ওসি তদন্ত বশির আলমের নেতৃত্বে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের কালামউল্যাহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন ওই এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে।
লালমোহন থানার ওসি তদন্ত বশির আলম বলেন, আটক ওই ব্যক্তির বিরুদ্ধে ১৯৯৯ সালে লালমোহন থানায় একটি খুনের মামলা হয়। ওই মামলায় ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলাউদ্দিনকে যাবজ্জীবন কারাদÐ প্রদান করেন। এরপর থেকে ওই আসামী পলাতক ছিলো। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে মঙ্গলবার সকালে জেলে প্রেরণ করা হয়েছে।